15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / নাঃগঞ্জ জাগ্রত সংসদ কর্তৃক নাসিকের ওএমএস কার্ড এর তথ্যফর্ম পূরণ

নাঃগঞ্জ জাগ্রত সংসদ কর্তৃক নাসিকের ওএমএস কার্ড এর তথ্যফর্ম পূরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী কর্তৃক (ও এম এস) কার্ড বা রেশন কার্ড বিতরনের জন্য পরিবারের তথ্য আবেদন পত্র ফরন পূরণ করে দিয়েছে নারায়ণগঞ্জ  জাগ্রত সংসদের সদস্যবৃন্দরা।
রবিবার ৬ই মার্চ সন্ধ্যায় নগরীর ভূইয়াপাড়া এলাকায় সংগঠনের সভাপতি রাগীব হাসান ভুইয়ার নেতৃত্ব বিপুল সংখ্যক এলাকাবাসীর তথ্য পূরণ করেন জাগ্রত সংসদের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের  সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাগর সাহা, সাবেক সাধারণ সম্পাদক তুষার ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, অর্থ সম্পাদক মিশুক সাহা, ক্রিড়া সম্পাদক সুদিপ্ত চক্রবর্তী, সাবেক সচিব রাজু।

আরও পড়ুন...

না’গঞ্জে হকার ও যানজট নিরসনে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান …