15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ফ্রান্সে রাসুল (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আল ইত্তেহাদ’র বিক্ষোভ মিছিল

ফ্রান্সে রাসুল (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আল ইত্তেহাদ’র বিক্ষোভ মিছিল

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদ জানিয়ে  ফতুল্লার কাশীপুর এলাকার ইসলামী সংগঠন আল ইত্তেহাদ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
সোমবার ২৬ অক্টোবর বাদ আছর কাশীপুর উত্তর গোয়ালবন্দ ও খিলমার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল উত্তর গোয়ালবন্দ এলাকা থেকে শুরু করে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান, সহসভাপতি মীর নিয়াজ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াদ, ধর্ম সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সদস্য রবিন প্রমূখ। সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশ নেন।
তাছাড়া প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বর্ষীয়ান রাজনীতিক মোশারফ হোসেন মুকুল মুন্সী, মাসুদ রানা, মাজেদুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা ফ্রান্সের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বক্তারা ফ্রান্সের বিভিন্ন পণ্য বর্জনেরও ডাক দেন।
পরে মুসলিম উম্মাহার জন্য দোয়া পরিচালনা করেন, উত্তর গোয়ালবন্দ বাইতুল মামুর জামে মসিজদের পেশ ইমাম হাফেজ যুবায়ের।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …