15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / সেলিম ওসমানের অর্থ বিভা হাসানের মাধ্যমে জাগ্রত সংসদের তত্বাবধানে ১০ জন কে প্রদান

সেলিম ওসমানের অর্থ বিভা হাসানের মাধ্যমে জাগ্রত সংসদের তত্বাবধানে ১০ জন কে প্রদান

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় সংসদের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের ও ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের মাধ্যমে জাগ্রত সংসদের সংসদের সহযোগিতায় ১০ টি পরিবার কে ৯০০ টাকা করে ৯০০০ টাকা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন...

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ …