17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সাক্ষাৎকার / করোনায় আক্রান্ত কুতুবপুর ইউপি সদস্য রোকন উদ্দিনের জন্য দোয়া চাইলেন মোজাম্মেল হোসেন

করোনায় আক্রান্ত কুতুবপুর ইউপি সদস্য রোকন উদ্দিনের জন্য দোয়া চাইলেন মোজাম্মেল হোসেন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : নৈতিকতায় সমৃদ্ধ, সমাজ সংস্কারক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনসাধারণের বন্ধু মো. রোকন উদ্দিন রোকন সহ তার পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় তাদের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেছেন দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মো. মোজাম্মেল হোসেন।
শুক্রবার  ১৫ই মে  বিকালে এক বিবৃতিতে তিনি দোয়া’র এ আবেদন করেন।
বিবৃতিতে তিনি আরও জানান, কুতুবপুর ইউপি সদস্য মো. রোকন উদ্দিন রোকন করোনা যুদ্ধে মানুষের সেবা করতে গিয়ে পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছে।  তিনি এ জাতি ও সমাজের জন্য  এক দৃষ্টান্ত লড়াকু সৈনিক। তিনি যেন সুস্থ হয়ে আবার এ জাতির জন্য কাজ করতে পারে। তার জন্য আমার পক্ষ থেকে দেশবাসী ও মহান সর্বজ্ঞানী’র নিকট দোয়ার দরখাস্ত রইলো।
প্রসঙ্গত, ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন  সমাজ উন্নয়নকারী মো. রোকন উদ্দিন রোকন। পরে গত ১৩ই মে করোনা টেষ্ট করলে পজিটিভ আসে। এর পর পরিবারের তিন কন্যা ও স্ত্রীকেও করোনা টেষ্ট করান ১৫ই মে তাদেরও পজিটিভ আসে।

আরও পড়ুন...

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান- পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ব্যাংক ২৪. নেট : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ …