17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / অসহায় মানুষের কল্যানে আমাদের সকলকে দাড়াতে হবে-উজ্জল 

অসহায় মানুষের কল্যানে আমাদের সকলকে দাড়াতে হবে-উজ্জল 

নিউজ ব্যাংক ২৪. নেট :   ফাতেয়া ইয়াজদাহাম ও হযরত সৈয়দ খাজা মঈনুউদ্দিন চিশতী হাসান সানজেরি রঃ এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন, মানুষকে ভালবেসে আল্লাহর রাসুল মানুষের কল্যানে কাজ করা সহ অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তেমনি প্রিয় নবীজীর আহলে বয়াত ও কামেল পীর মাশায়েকরাও মানুষকে ভালবেসে আল্লাহর আমল করার পাশাপাশি মানুষের কল্যানে সারাজীবন পার করে গেছেন। তেমনিই তাদের অনুস্মরন করে আমরাও সকলে আল্লাহকে রাজি খুশি করতে মানুষের কল্যানে অসহায় মানুষের পাশে দাড়াবো। তবেই আমাদের জীবন সার্থক হবে।
গত মঙ্গলবার ২৪ জানুয়ারী দিবাগত রাতে গোগনগর ক্ষুদ্র ব্যাবসায়ী সংগঠনের উদ্যোগে গোগনগরে গাউছুল আযম জামে মসজিদ মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল এসব কথা বলেন।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শায়ক সৈয়দ হাসান আল আযহারী।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ইদি আমিন ইব্রাহিম খলিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোগনগর সমাজের প্রধান শালিস আলহাজ্ব গাজী কামাল উদ্দিন।
এসময় ওয়াজ মাহফিলে আরো বেশ কয়েকজন সনামধন্য আলেম বক্তব্য রাখেন। এসময় এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ সাধারন মুসুল্লিরা অংশ গ্রহন করেন।

আরও পড়ুন...

যুব সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলে আদর্শ অনেকাংশে কমে গিয়েছে- মাও. ফেরদাউস

নিউজ ব্যাংক ২৪. নেট : পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী সা. কনফারেন্স ও নাশীদ …